বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক নির্বাচিত হলেন মৌলভীবাজারের রজত কান্তি দেব।
৩১ জুলাই রবিবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তীর মাধ্যমে তাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ঘোষনা করা হয়।
আওয়ামী লীগ পরিবারের সন্তান রজতের বাবা রতীশ চন্দ্র দেব একজন স্কুল শিক্ষক ছিলেন । তিনি অকালপ্রয়াত । রজতের মা জয়া রানী দেব ও একজন স্কুল শিক্ষক ।
মৌলভীবাজার শহরে বড় হওয়া রজত ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী । তিনি মেট্রোপলিটান কলেজ থেকে আইন বিষয়ে অনার্স করেছেন । স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িত রজত মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন দাঁড় করাতে ভুমিকা রেখেছেন ।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নির্বাচিত হওয়ায় রজত কান্তি দেব কে অভিনন্দন জানিয়েছেন জালালাবাদ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি সৌমিত্র দেব ও সাধারণ সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর ।