কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চড়াইখোল ইউনিয়নের সোন্দাহ্ গ্রামের আব্দুল মতিন শেখ ও মনোয়ারা বেগমের ছোট ছেলে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল মামুনের দুইটা কিডনে অকেজো হয়ে বর্তমানে তিনি প্রতিটি মুহূর্তে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর প্রহর গুনছেন।
তার করুন অবস্থা জানতে পেরে মানবতার টানে “নিঃস্বার্থ সেবা ফাউন্ডেশন” আব্দুল্লাহ আল মামুনের অপারেশনের মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের জন্য ১,০০০০০/= এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, বর্তমানে তার অবস্থার অবনতির কথা বিবেচনা করে “নিঃস্বার্থ সেবা ফাউন্ডেশন” এর সালমা আক্তার’র বড় বোন শাহিনা খান অপারেশনের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করার জন্য ১,২৫,০০০/= (এক লক্ষ পচিশ হাজার টাকা) প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন:-
নিঃস্বার্থ সেবা ফাউন্ডেশন এর চেয়ারম্যান
* মোছা: সালমা খাতুন
প্রতিষ্ঠাতা: সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয় এসএসসি ২০১২
১/ মো: আশিকুর রহমান
২/ মো: হাসান আলী
৩/ মো: আবু কাওসার
৫/ মো: আনোয়ার হোসেন
৬/ মো: ইসরাফিল হোসেন
৭/ মো: হামিদুল ইসলাম
৮/ মো: শরিফুল ইসলাম
৯/ মো: আনন্দ আলী
এছাড়া আরো উপস্থিত ছিলেন
১০/ মো: সেলিম রেজা
১১/ তানিয়া আফরিন
১২/ আল ফারাবী জুবায়ের
এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন এর সাথে কথা বলে জানতে পারি তার অবস্থা আগের থেকেও অবনতির দিকে ধাবিত হচ্ছে, তিনি কিছু সময় পায়চারি করলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন।আরো বলেছেন নিঃস্বার্থ সেবা ফাউন্ডেশন আমার দুর্দিনের সময় পাশে দাঁড়িয়েছেন। সবাই যদি কিছু কিছু অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমি আবার পৃথিবীটাকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারতাম।আমি বাঁচতে চাই আমার চিকিৎসার জন্য এখনো কয়েক লক্ষ টাকার প্রয়োজন। আমি চেয়ে আছি দানশীল,হৃদয়বান ব্যক্তিদের প্রতি। আপনাদের দান ও সহযোগিতায় আমি আবার ফিরে পাব সুন্দর একটা পৃথিবী।