মৌলভীবাজার রাজনগর থানার মনসুরনগর এলাকায় লাইসেন্স ছাড়া জোরপূর্বক নেটওয়ার্ক ব্যবসা করার অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে প্রকৃত ব্যবসায়ী মনসুরনগর ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী প্রিয় বাংলা স্যাটেলাইট এর পরিচালক মো: আরশ আলী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
গত ১১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, মো: আরশ আলী প্রিয় বাংলা স্যাটেলাইট (ক্যাবল নেটওয়ার্ক)এর পরিচালক। বাংলাদেশ সরকারের কাছ থেকে লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান হিসাবে ২০০৭ ইং সাল থেকে মনসুরনগর ইউনিয়নে ব্যবসা করে যাচ্ছি। পশ্চিম কদমহাটায় অফিস এবং সরকারকে নিয়মিত ট্যাক্স ও ভ্যাট প্রদান করে আসছি। কিন্তু দু:খের বিষয় বর্তমানে কোন লাইসেন্স ছাড়াই পশ্চিম কদমহাটা গ্রামের মিছবা উদ্দিন ও আল আমিন গং অর্বিট ডিজিটাল নেটওয়ার্ক নামক একটি প্রতিষ্ঠান সরকারি অনুমোদন ছাড়াই ব্যবসা করছে।
অভিযোগ সূত্রে আরো জানা যায়, নানা রকম ভয়ভীতি দেখিয়ে তারা ব্যবসা শুরু করেছে। বিষয়টি রাজনগর থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হলে তিনি অভিযুক্তদের নিকট লাইসেন্স দেখতে চাইলে তারা লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়। এ সময় তিনি অভিযুক্তদের ব্যবসা না করার জন্য সতর্ক করেন। কিন্তু তাতে তারা কোন কর্ণপাত করছেন না বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে তিনি আরো বলেন, অনুমতি ছাড়া এ ধরনের ব্যবসার কারনে আমি একজন প্রকৃতি ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হচ্ছি এবং সরকারও ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়াও তিনি উল্লেখ করেন, যারা সরকারী আইন অমান্য করে গায়ের জোরে প্রভাব বিস্তার করে অবৈধভাবে ব্যবসা করছে তাদের ব্যবসা করার সুযোগ দিলে আমাদের ব্যবসার পরিবেশ নষ্ট হবে এবং এলাকায় শান্তি বিনষ্ট হবে। এই সকল অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যবসার সুযোগ দেয়া হলে এলাকায় মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
একজন লাইসেন্সধারী ব্যবসায়ীর এলাকায় অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসা করলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি সহ সাংঘর্ষিক ঘটনাও ঘটতে পারে বলে সচেতন মহল মনে করেন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রিয় বাংলা স্যাটেলাইট এর পরিচালক বিষয়টি জনস্বার্থে বিবেচনায় নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক ও রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।