মহান বিজয় দিবস-২০২২ উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে
গতকাল বিকাল ৪ টায় সার্কিট হাউসে জেলা প্রশাসনের খেলাধুলা মহিলা
উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া লেডিস ক্লাবের
সভাপতি ও জেলা প্রশাসনের খেলাধুলা মহিলা উপ-কমিটির আহ্বায়ক, জেলা
প্রশাসকের সহধর্মিণী আইরিন আক্তার। এসময় তিনি বলেন, মহান বিজয় দিবস
উৎসবমুখর পালন করতে হবে। নারীদের বিভিন্ন ইভেন্টে খেলাধুলায় অংশগ্রহণ করে
বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে হবে। নারীরা পিছিয়ে নেই, ক্রীড়া ক্ষেত্রে তা
প্রমাণ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতারের সঞ্চালনায় সভায় উপস্থিত
ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার কুষ্টিয়া এর সহধর্মীনি রোজি আহমেদ,
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাসরিন আক্তার, উপজেলা নির্বাহী অফিসারের
সহধর্মীনি শিল্পী দাস, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাতুন নাহার, কাজী
শারমিন নেওয়াজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে ফেরদৌস,
প্রোগ্রাম অফিসার মর্জিনা খাতুন, লেডিস ক্লাবের সাহিত্য ও প্রচার সম্পাদক
আফরোজা আক্তার ডিউ, সাংস্কৃতিক সম্পাদক নাদিরা খানম, নির্বাহী সদস্য কাজী
সামসুন্নাহার আলো, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল হামরা বেগম,
সাহিত্যিক মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা
বুলবুল, সিরাজুল হক মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক নিলিমা আক্তার,
চাঁদসুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরা নাসরিন ও
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক সহ অন্যান্যরা।