উপসচিব পদমর্যাদার কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের পরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ পদায়নের তথ্য জানানো হয়েছে। ২৮তম বিসিএস-এর এই কর্মকর্তাকে দুদকে উপ পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছিল। সম্প্রতি উপ সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে পরিচালক হিসেবে পদায়ন করা হয়। একই সঙ্গে একই ব্যাচের আরেকজন উপসচিব শেখ মুহাম্মদ হুমায়ূন কবীর কেও দুদকের পরিচালক করা হয়েছে ।
কাজী সায়েমুজ্জামান এর আগে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শিল্প সচিবের একান্ত সচিব ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবেও কাজ করেছেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টরের একান্ত সচিবের দায়িত্বও পালন করেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। এছাড়া দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্স করেন।
প্রশাসনে যোগ দেবার আগে সায়েমুজ্জামান সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন । তিনি ২০০৪ সালে মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন । এর পর কিছুকাল তিনি ইংরেজি দৈনিক নিউ এজ এ সিনিয়র প্রতিবেদক হিসেব্বে কাজ করেন ।
শেখ মুহাম্মদ হুমায়ূন কবীর এর আগে কলমাকান্দা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। পরিচালক হওয়ার আগে তিনি দীর্ঘদিন দুদকে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরে জাপান সরকারের স্কলারশিপ নিয়ে তিনি সেখানে মাস্টার্স করেন।
সূত্র: রেড টাইমস.কম.বিডি